প্রথমে কার সঙ্গে কথা বলবেন ?
Communicative English বা Spoken English এর প্রধান ও প্রথম শর্তই হলো কথা বলা | কথা আপনাকে বলতেই হবে, না হলে কিন্তু কিছুই হবে না | কিন্তু সমস্যাটা হচ্ছে কথা বলবেনটা কার সঙ্গে ? বাড়ির কারও সঙ্গে ? বন্ধুবান্ধব ? আত্মীয় ? না সহপাঠী ? কোথা থেকেও যদি সাহায্য না পান ? বা লজ্জায়ই পান?
সবচেয়ে সহজ উপায় হল, প্রথমে নিজে নিজে, মনে মনে, তারপর শব্দ করে, পারলে আয়নার সামনে, লজ্জা পেলে বন্ধ ঘরে | কারণ এই সময়টা আপনার লজ্জা থাকাটাই স্বাভাবিক | লজ্জা থাকলেই থাকবে সংকোচ | যেটা আপনার প্রস্তুতি পর্বের সবচেয়ে বড় বাধা | কিন্তু থামলে চলবে না, থামলেই হার। আপনাকে জিততেই হবে।
আমরা জানি আপনার যত বিপত্তি চেনা জানা পরিবেশেই | তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল অজানা অচেনা পরিবেশ যেখানে কেউ আপনাকে চেনে না সেখানেই সেরে নিতে পারেন আপনার ইংরেজিতে কথা বলার প্রাথমিক তালিম |