কেমন ভাবে শিখবে ? ছোট বড় সবাই ?
একথা সবাই জিজ্ঞাসা করছে ELITE এর সেই শুরুর সাল ২০০৫ থেকেই | ভাবুন তো আপনার বাড়ির ৩ বছরের শিশুটি কিভাবে শিক্ষা, ভাষাজ্ঞান, ব্যাবরণ, বাক্যগঠন, কাল, কর্তা, ক্রিয়া না জেনেও নির্ভুলভাবে আপনার সঙ্গে কথা বলছে | ওর তো সবে ৩ বছর, আপনার ২০-৩০-৪০-৫০-৬০-৭০- ৮০-৯০-১০০+,ইংরেজিতে কথা বলাটা কিন্তু সারা জীবনের স্বপ্ন ও টেনশনই রয়ে গেল |
আমরা শিশু হতে চাইছি না বলেই আর কথা বলার ভাষাটা শেখা হচ্ছে না | একটা গল্প পড়লে,ঘটনা ও গল্পের চরিত্রদের আমরা কিছুদিন মনে রাখতে পারি, আবার একই গল্পের সিনেমা হলে আমাদের কাছে গল্পটির কাহিনী ও চরিত্রগুলো একেবারে চোখের সামনে ভেসে থাকে আর তাদের সংলাপও, অনেকদিন ধরেই |
শিক্ষাটাও সিনেমার মতো হলেই আরও সহজ হয়ে যায় আমাদের কাছে, আপন হয়ে যায়, কাছে টানে, কাছে টানলে মনের মধ্যে স্থান হয়ে যায়।
ELITE ছোট বড় সকলকেই সাধারণ কথাবার্তা, সমাজ, পরিবার, পরিবেশ, শিক্ষা, দৈনন্দিন কাজকর্ম, জীবন-জীবিকা, অর্থনীতি, রাজনীতি, ঘটনা, দুর্ঘটনা, দেশ, বিদেশ, স্বাস্থ্য, খেলাধুলা, পড়াশোনা, শিল্প, বাণিজ্য-ব্যবসা ইত্যাদি সকল বিষয়ে এবং ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সাহিত্য, প্রকৃতি ও অংক সহ প্রায় সব বিষয়েই, সাধারণ Theoretical Class ছাড়াও অতি উন্নত মানের Audio Visual Lab- এ সব বিষয়েই সেই সিনেমার মতো উপস্থাপনা করে শিখিয়ে আসছে শিক্ষার্থীদের |
অভিভাবকদের বলছি, বাইরে থেকে সিদ্ধান্ত নেবেন না | একবার বাবা-মা রা একসঙ্গে এসে দেখে নিন ELITE- এর শিক্ষা পদ্ধতি, আয়োজন ও পরিবেশ |
মনে রাখবেন, ইংরেজিটা কিন্তু শুধুমাত্র একটা ভাষা নয়,একটা Attitude ও |এটার জন্য চাই Professional Environment | যেমনটি পাবেন একমাত্র ELITE এই |