কারা শিখতে পারবে ?
প্রচলিত ধারণা আর বাস্তব অবস্থা |
Communicative English বা Spoken English কারা শিখতে পারবে ? এটা আমরা অনেকেই ভাবি | ভাবি আমি কি শিখতে পারবো ? এই বয়সে ? তাড়াতাড়ি শিখতে পারবে ? আর যা শিক্ষাগত যোগ্যতা তাতে ? ছেলে মেয়েরা কি শিখতে পারবে ? এই বয়সেই ? আর একটু বড় হলেই বোধ হয় তাড়াতাড়ি শিখতে পারবে |
এখন নয়, এখন যেমন পড়াশোনা করছে করুক | মাধ্যমিক উচ্চমাধ্যমিক বা গ্রাজুয়েশনের পরে করলেই ভালো হবে | আমরাও আর সকলের মতই বড় হয়েই তো দু একবার বিচ্ছিন্ন ভাবে চেষ্টা করেছিলাম, কাজ হয়েছে কিনা সেটা কিন্তু আমরা সবাই জানি।
উপরের এই চিন্তা, আমার বা আপনার শুধু নয়, সারা সমাজই বলতে গেলে এই একই কথা ভাবছে | আর এই ভাবনার ভুলের মধ্যেই সাফল্য না পাওয়ার ভুলটা আমরা সহজেই খুঁজে পেতে পারি |
আমাদের জানার দরকার আছে যে, কথা বলার জন্য সব সময় শেখার দরকার হয় না | আপনি বাঙালি, বাংলা কথা বলার জন্য আপনাকে কি ঠিক সেই ভাবে বাংলা কথা শেখানো হয়েছে ?? যেমন ভাবে আপনাকে ইংরেজি শেখার জন্য মেহনত করতে হয় বা হচ্ছে ? আপনার চারপাশে লোকের বাংলা বলছে বলেই আপনি বাংলা শিখছেন | আর কিছু নয় | এটা প্রকৃতির ব্যাপারের মতোই | আপনি গায়ে রোদ মাখতে না চাইলেও সূর্যের আলো গায়ে লাগবেই | বাতাসকে না চাইলেও বাতাস আপনার গায়ে ছোঁয়া দেবেই | দেখতে না চাইলেও চোখ খুলবেই | সেই রকম আপনার চারপাশে যে কথাই আপনার কানে আসবে সেটা শিখবেনই, না চাইলেও | তাই আমরা অনেকে ইংরেজির চেয়ে হিন্দিটা একটু ভালোই বলি এবং কাজ চালিয়ে নিই |তার কারণ বাংলা ভাষার পরেই হিন্দি ভাষাভাষী মানুষ আমাদের চারপাশে অনেক বেশি, ইংরেজি ভাষাভাষী মানুষের চেয়ে | তাই আপনার দরকার একটা পরিবেশে যেখানে অনেকেই ইংরেজিতে কথা বলছে অথবা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে | শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সাধারণ কথাবার্তা চালিয়ে যাওয়া সব সময় সমানভাবে সম্পর্কযুক্ত নয় | তাই বয়স বা শিক্ষাগত যোগ্যতা নয়, পরিবেশ পাওয়াটাই কাম্য | যে পরিবেশটি Elite English Academy তার অত্যাধুনিক Multimedia প্রযুক্তির মাধ্যমে হাজির করেছে।