কথা বলার গতির অংক বা কেন আমরা বাংলায় ফিরে আসি ?
আমরা অনেকেই কথা শুরু করি ইংরেজিতে | কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসি বাংলায়, এটা কেন হয় ?
আমরা যখন বাংলা বলি তখন কিন্তু কোন কথাই বলতে দেরি হয় না | কারণ কথাটা শোনা মাত্রই কথার মানে আমরা বুঝে ফেলি এবং চটপট উত্তর দিয়ে দিই | কিন্তু যখন কেউ আমাদের সঙ্গে ইংরেজিতে কথা বলে তখনই আমরা আর চটপট উত্তর দিতে পারি না |আমরা দেখে নিতে পারি কথা বলার সময়ের অংকটা |
আমরা প্রথমে ইংরাজিটা শুনি | শুনে তার মানেটা বাংলায় ভাবি | তারপর তার উত্তরটা বাংলায় ভাবি | তারপর সেই উত্তরটি কে ইংরেজিতে অনুবাদ করি | তারপর তা সাজাই এবং তারপর তা ইংরেজিতে বলি।
এই যে এতটা সময় আমরা নিই, তাতেই শুরু হয়ে যায় যত বিপত্তি| আমরা ভাবতে থাকি আমার কথা বলতে দেরি হচ্ছে। আমার সঙ্গে যে ব্যক্তি কথা বলছে নিশ্চয়ই কিছু ভাবছে | আর এই ভাবনাটাই আমাদের ভাবার কাজকে আরো দেরি করিয়ে দেয় | তার ওপর আবার বোঝা হয়ে দাঁড়াচ্ছে যে ব্যক্তিটি কথা বলেই যাচ্ছে, এমনকি আমার উত্তর পাওয়ার আগেই, তখনই আমরা ভয়ে বা লজ্জায় আবার চিরাচরিত অভ্যাসমতো মাতৃভাষায় অর্থাৎ বাংলা ভাষায় ফিরে আসি |