কাদের জন্য ELITE ?
সাধারণ ভাবে সবার জন্য | আমার, আপনার, ছাত্র-ছাত্রীদের, চাকরিজীবী, ব্যবসায়ী আর সকলের |যদিও বললাম সকলের জন্য, কিন্তু ELITE প্রতিষ্ঠিত হয়েছে সেই সব ছাত্র-ছাত্রীদের জন্য যাদের অভিভাবকরা বাংলা না ইংরেজি কোন মাধ্যমে তা ঠিক করতে না পেরে বা বাংলা মাধ্যমেই ভালো পড়াশোনা হয় এই ভেবে বাংলা মাধ্যমেই পড়াচ্ছেন, যারা ইংরেজি স্কুলের খরচের কথা ভেবে পিছিয়ে এসেছেন তাদের জন্য আর যারা ভালো হবে ইংরেজি কথোপকথন শিখতে চান তাদের জন্য |যে সমস্ত অভিভাবকরা জানেন যে ইংরেজি কথোপকথন ভালো না জানলে বর্তমান যুগ অনুযায়ী জীবনের বহু ক্ষেত্রেই প্রতিষ্ঠা পেতে অসুবিধা হবেই তারা আর দেরি না করে আজই ELITEএর কর্মযজ্ঞ নিজের চোখে দেখে ও কানে শুনে ছেলেমেয়েদের ভর্তি করান |
![](https://elite.tally-academy.com/wp-content/uploads/2023/07/Tally-Academy-Seminar-52.jpeg)
![](https://elite.tally-academy.com/wp-content/uploads/2023/07/Main-Photo.jpeg)
যারা জানেন কলকাতার অনেক অফিসে গেলে আর কথা বলা যায় না | যারা জানেন ও মানেন রাজ্যের বাইরে গেলেই বোবা হয়ে যেতে হয়। যারা মানেন নিজের ব্যবসার কথা Accountant Cum Manager -র তারাই বলতে হয় নিজের চুপ করে বসে থেকে বা দূরে থেকে | ELITE -র কোর্স এই সকলের জন্যই আর এদের পরবর্তী প্রজন্মের জন্যই | যারা প্রতিজ্ঞা করেছেন কাঁচ ঘরে আর ঢুকবেন না বা কোন বিদেশি বিদেশিনীর সঙ্গে তো নয়ই, ELITE তাদের সকলের জন্য |আর যারা অন্যকে সাবধান করে দিতে চায় তাদের জন্যও |আর যারা নিজেদের কথা নিজেরাই বলতে চায় ELITE তাদের জন্যও | যারা অন্তত আর একবার লজ্জা ভুলে চেষ্টা করতে চায় ELITE তাদের সকলের জন্যই |