কত দিন শিখবেন ?
- Communicative English বা Spoken english কতদিন শিখবেন ?
- আমরা অংক, বাংলা, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান, খেলাধুলা কতদিন ধরে শিখি ?
- ৬ মাস ? ১২ মাস ? না ১ কিংবা ২ বছর? নাকি বেশ কয়েক বছর ধরে ?
- কত শ্রেণী পর্যন্ত আমরা পড়তে চাই | প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ না দশম না দ্বাদশ না স্নাতক নাকি আরো উচ্চতর পর্যন্ত।
- এটা নির্ভর করে আমরা শিক্ষার স্তর বা মান কতটা চাই তার উপরে | কম সময় ধরে শিখলে কম শিক্ষা আর বেশি সময় ধরে শিখলে বেশি শিক্ষা |
- এটা অন্তত সবাই জানে যে চতুর্থ শ্রেণীর ছাত্র দশম শ্রেণীর অংক করতে পারে না। দশম শ্রেণীর অংক করতে হলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা দরকার |
- তাই আমাদের ঠিক করতে হবে আমাদের ইংরেজিটা কতটা দরকার আর আমরা কতটা শিখব |
- কম আয় চাইলে কম, বেশি আয় করতে চাইলে বেশি,আর রোজগার করতে না চাইলে পড়ারই দরকার নেই।